ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্যাবল অপারেটর সেন্টার সিলগালা, ‍সাতজনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ক্যাবল অপারেটর সেন্টার সিলগালা, ‍সাতজনের জেল ভারতীয় অবৈধ চ্যানেল সম্প্রচার করায় রাজশাহীতে একটি ক্যাবল অপারেটর সেন্টারে অভিযান র‌্যাবের/ছবি-বাংলানিউজ

রাজশাহী: ভারতীয় অবৈধ চ্যানেল সম্প্রচার করায় নিউ উত্তরা কমিউনিকেশন নামে রাজশাহীর একটি ক্যাবল অপারেটর সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব এ অভিযানে সাতজনকে আটক করে। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডাদেশ প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন মহানগরীর পাঠানপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে জাহির হোসেন (৩৫), সাগরপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে শামীম (২৮), গোলাবাড়ি এলাকার মুনছুর রহমানের ছেলে সাগর আলী (২২), বেলঘড়িয়া এলাকার মশিউর রহমানের ছেলে পারভেজ আলী (২৬), দুর্গাপুর উপজেলার কিসমতমাড়িয়া এলাকার সান্টুর ছেলে সাগর আলী (২৪), নাটোর সিংড়ার কাচিকাটার ফজলুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৭) ও মহানগরীর নতুন বিলসিমলা এলাকার আনসার আলীর ছেলে শাহীন রেজা (৪৪)।

অভিযানে পর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, ভারত থেকে বিভিন্ন চ্যানেল অবৈধভাবে এনে এখানে সম্প্রচার করছিলো নিউ উত্তরা কমিউনিকেশন নামে স্থানীয় ওই ক্যাবল অপারেটর। সরকার এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিলো। এছাড়া বাংলাদেশের নিষিদ্ধ কিছু অবৈধ চ্যানেলও সম্প্রচার করা হচ্ছিলো ওই প্রতিষ্ঠান থেকে।

অবৈধভাবে চ্যানেল চালাতে গিয়ে এ প্রতিষ্ঠানটির মালিক খন্দকার আওলিয়া রাজিব ওরফে সোহেল প্রতিমাসে অন্তত ৩৫ লাখ টাকা ভারতে হুণ্ডির মাধ্যমে পাচার করে আসছিলেন। প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আর আটক সাতজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান সারওয়ার আলম।

প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭

আরএটি/এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।