ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
সিরাজগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রহমানের বাড়ি সদর উপজেলার রানীগ্রামে।

সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বাংলানিউজকে জানান, বুধবার ভোরে আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। আব্দুর রহমান অর্থঋণ আদালতের মামলায় আট মাসের কারাদণ্ডাদেশ পেয়ে ২০১৬ সালের ১২ জুন কারাগারে আসেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।