বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে কার্যভার গ্রহণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডা.মো.মোশায়ের-উল ইসলাম রতন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো. সুজাত আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন, ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ইউনুস আলী মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি