ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

মিরসরাই: মিরসরাইয়ে আব্দুর রশিদ (২৭) নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালীর মোল্লাপাড়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে (২৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন তিনি।

চার নম্বর মোল্লাপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ওই এলাকার মৃত আব্দুল হাই মিস্ত্রির ছেলে।

তিনি পরে সাউথ আফ্রিকা চলে যান।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, গত বছরের রমজানের সময় সাউথ আফ্রিকা থেকে ছুটিতে বাড়িতে আসেন আব্দুর রশিদ। পরে তিনি সাউথ আফ্রিকার স্থানীয় এক ব্যবসায়ীক পার্টনারের সঙ্গে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আব্দুর রশিদ তাকে ২০ লাখ টাকাও দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা না আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।