ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
রাঙামাটিতে পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা রাঙামাটিতে পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে সিএইচটি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের আয়োজনে পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে স্থানীয় প্রিন্স হোটেলের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোটেল সুফিয়ার মালিক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আকতার।

এসময় আরও বক্তব্য রাখেন- রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম, রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী, সুবীমল দেওয়ান, হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাঙামাটিতে পর্যটন শিল্প বিকাশের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু সঠিক পরিকল্পনা ও যথাযথ ব্যবস্থাপনার অভাবে এ অঞ্চল এগিয়ে যেতে পারছে না। এছাড়া পাবলিক টয়লেট সংকট, বোট এবং অটোরিকশার অতিরিক্ত ভাড়াও পর্যটক আকর্ষণের অন্তরায়।

অপরদিকে, হোটেল মালিকরা পর্যটকদের কাছ থেকে খাবারের অতিরিক্ত দাম নেন। এছাড়া অটোরিকশা এবং বোট চালকদের রূঢ় আচরণের কারণে অনেক সময় পর্যটকদের হেনস্থার শিকার হতে হয়। এ সমস্যাগুলো দূর করতে না পারলে এ জেলায় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে না বলে মনে করেন বক্তারা।

হোটেল ও বোট মালিকদের পক্ষ থেকে অবিলম্বে এসব সমস্যা দূর করার আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।