ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে নছিমন চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
শরীয়তপুরে নছিমন চাপায় যুবক নিহত শরীয়তপুর

শরীয়তপুর: শরীয়তপুরে নছিমনের নিচে চাপা পড়ে মজিবর রহমান সরদার (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। মজিবর ডামুড্যা উপজেলার সৈয়দবস্তা গ্রামের কাশেম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার আনসার ক্যম্পের সামনে একটি নছিমন মজিবরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতলে ভর্তি কেরে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খলিলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।