ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় স্কুলের পিকনিকের বাস উল্টে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
চৌগাছায় স্কুলের পিকনিকের বাস উল্টে নিহত ৪ যশোরের চৌগাছায় বাস উল্টে হতাহতের স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এতে  আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

নিহতরা হলেন- রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম (৪৫),  অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ওরফে সাথী (১৩), একই শ্রেণির
ছাত্রী বৃষ্টি (১৩) ও বাসের হেলপার মিলন (৩২)।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভিন চারজন নিহতের খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে সাতজনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং বাকিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পিকনিকের উদ্দেশে স্বপ্নপুর যাচ্ছিল। পথে দানবাক্স এলাকায় একটি বাস (ময়মনসিংহ ব ০৫-০০১০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা হতাহত হন।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ইউজি/পিসি 


 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।