ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফার্নিচারের দোকানে আগুনে ক্ষতি লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
রাজশাহীতে ফার্নিচারের দোকানে আগুনে ক্ষতি লাখ টাকা রাজশাহীতে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আল-আমিন নামে একটি স্টিল ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় একলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সদর দমকল বাহিনী।

দোকানের মালিক মেরাজুল ইসলাম বলেন, আমি দোকানের বাইরে বসে ছিলাম। হঠাৎ দেখি আগুন। তারপর অনেক চেষ্টা করা হয় আগুন নেভাতে। কিন্তু আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ায় নেভানো যায়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হয়।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বাংলানিউকে জানান, ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আনুমানিক একলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।