বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় একলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সদর দমকল বাহিনী।
দোকানের মালিক মেরাজুল ইসলাম বলেন, আমি দোকানের বাইরে বসে ছিলাম। হঠাৎ দেখি আগুন। তারপর অনেক চেষ্টা করা হয় আগুন নেভাতে। কিন্তু আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ায় নেভানো যায়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হয়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বাংলানিউকে জানান, ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আনুমানিক একলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/ওএইচ/এএ