প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা: দুই দিনের জন্য ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আকাশ পথে গোপালগঞ্জ জেলার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
গোপালগঞ্জ সদরের মানিকদহে সকাল ১১টার দিকে একাদশ জাতীয় রোভার মুট’র উদ্বোধনী অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে যোগদান করবেন।
দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় ফিরে আসার কথা প্রধানমন্ত্রীর।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমইউএম/পিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।