বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- আল আমিন (২০), ওসমান (২৫), আব্দুস সামাদ (৩১)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন, তারা রাতে কারখানায় জুতার কাজ করছিলেন। জুতার ফিনিশিংয়ের কাজ করার সময় হঠাৎ কেমিকেল থেকে আগুন ধরে যায়। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, দগ্ধ অবস্থায় প্রতিবেশি আরিফসহ কয়েকজন মিলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে আল আমিন ও ওসমানের অবস্থা খুবই আশঙ্কাজক।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, তারা তিনজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজেডএস/বিএস