বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে আধ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় অজ্ঞাত যানবাহানের ধাক্কায় গুরুতর আহত হন বর্ষা (১৯) নামে এক তরুণী।
এদিকে তেজগাঁও থানার কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিলে নিয়ন্ত্রণে হারিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হন। বুধবার দিবাগত রাত ১টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন।
পথচারী মনির হোসেন বাংলানিউজকে বলেন, কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পড়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে রাত দেড়টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই তার স্বজনরা হাসপাতালে আসেন। তারা বলেন, তিনি একটি সিকিউরিট কোম্পানির সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজেডএস/বিএস