বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এভাবেই ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইকমিশনার।
মুক্ত বাতাসে ভাঁজ ভেঙে পতাকা ওড়ার সঙ্গে সঙ্গে পাশ থেকে বেজে ওঠে দেশটির জাতীয় সংগীতের সুর।
এ সময় পাশে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ব্যান্ডদল সদস্যরা।
রাজধানীর বারিধারা হাইকমিশন মিলনায়তনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাণী পাঠ করে শোনান হর্ষ বর্ধন শ্রিংলা। শেষে শিশুরা দেশের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তারপর সেনাবাহিনীর ব্যান্ডদলের স্পেশাল পরিবেশনা ছিল।
এসময় হাইকমিশনের সব পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশে কর্মরত ও বসবাসরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এএ/আইএ