ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুইদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
দুইদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ: দুইদিনের সফরে গোপালগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ “জাতীয় রোভার মুট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি অারো জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে যাত্রা করবেন।

তিনি সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জ হ্যালিপ্যাড পৌঁছে সেখান থেকে সড়ক পথে মানিকদহ হাউজিং যাবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। দুপুর ১২টা ২০ মিনিটে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি।  

সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। ওই দিন তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।  
পরের দিন শনিবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার ফিরবেন।

 

এদিকে, প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে গোপালগঞ্জ শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন, পতাকা আর তোরণ দিয়ে সাজানো হয়েছে গোটা শহর। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের ভাংগা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। শহরের সৌন্দর্য বাড়াতে জেলা শহরের সড়কের পাশের প্রতিটি প্রতিষ্ঠানকে নতুন সাজে সাজানো হয়েছে।

 

জেলা সদর ও টুঙ্গিপাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফরের এলাকা। তল্লাশি চালানো হচ্ছে পুরো এলাকায়। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর এ সফর নির্বিঘ্ন করতে আমরা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।