বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে।
আহতরা হলেন- সেজু মিয়া (২৭) ও ফাহাদ মিয়া (৯)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা সিলেটগামী মাইক্রোবাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ৫ জন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সবার মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে।
**হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বিএস