গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা বাজার এলাকায় বাসের চাপায় আব্দুল খালেক কাজী (৮৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেকের বাড়ি ওই একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে হেঁটে বাজারে চা পান করতে যাচ্ছিলেন আব্দুল খালেক। এ সময় ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম অালী নুর বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।