ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে নকল প্রসাধনী কারখানার সন্ধান, আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বংশালে নকল প্রসাধনী কারখানার সন্ধান, আটক ৮

ঢাকা: রাজধানীর বংশালের নয়াবাজার এলাকায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।

কারখানার সন্ধানের পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সেখানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

নকল প্রসাধনী কারখানার সন্ধান ও অভিযানের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাববের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭

পিএম/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।