ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাজধানীতে অস্ত্র ব্যবসায়ী আটক

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়দানকারী তারেক আহমেদ অনিক ওরফে ডিজে অনিক (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১ সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাড্ডার আফতাবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, অনিক ৩/৪ বছর ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। সে অস্ত্রগুলো রাজশাহী থেকে এনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জনুয়ারি ২৬, ২০১৭
পিএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।