বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাসযাত্রী আব্দুল ওয়ারেস বাংলানিউজকে জানান, ইয়ন গ্রুপের কর্মীরা দু’দিনের ট্যুর ও কনফারেন্স শেষে বাসে করে কক্সবাজার থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় অন্য একটি যানবাহনকে ওভার টেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে আহত হন বাসের ১৫ যাত্রী।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই