বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন-সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্টু ওরফে বিল্লু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৮), একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে পাবেল মিয়া (২০) ও একই গ্রামের রুবেল মিয়া (২৪)।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন বাংলানিউজকে জানান, ২০১০ সালের ২৭ জুলাই তাহসিন সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকেলে আসামি জাহিদ, পাবেল ও রুবেল তাহসিনকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখেন। পরে তাহসিনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর সময় মতো মুক্তিপণ না পাওয়ায় তাহসিনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ডোবার পানিতে পাটের আঁশের (জাগ) নিচে লুকিয়ে রাখেন।
তিনি আরও জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিন যুবককে মৃত্যুদণ্ড ও অপর সাতজনকে বেকসুর খালাস দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭, আপডেট: ১৬১৪ ঘণ্টা
আরবি/আরএ