তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল হক বাংলানিউজকে জানান, সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন ইফতেকার। পথে নওদা গোপালপুর এলাকায় এলে পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ইফতেকারকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/