ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার নওদা গোপালপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতেকার উদ্দিন (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে।

তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল হক বাংলানিউজকে জানান, সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন ইফতেকার। পথে নওদা গোপালপুর এলাকায় এলে পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত হন তিনি। তবে ছেলেটি অক্ষত রয়েছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ইফতেকারকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।