ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় সালমা আক্তার (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপলোর সদরপুর ইউনিয়নের পূর্বশ্যাম গ্রামের সালাউদ্দিন বেপারীর মেয়ে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
সালমা লেখাপড়া করতেন না।
পারিবারিক কোলহে মায়ের সঙ্গে অভিমান করে এমন ঘটনা তিনি ঘটিয়েছেন বলে পরিবারের দাবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।