চুয়াডাঙ্গা: দুই সন্ত্রাসীকে বোমাসহ আটক করে থানায় সোপর্দ করেছে আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে তিনটি শক্তিশালী তাজা বোমাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার পাংশা গ্রামের আমিন সরকারের ছেলে শাহীন, একই উপজেলার বেতবাড়িয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে জুবাইর।
স্থানীয়রা জানায়, সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভোরে আলমডাঙ্গা-জামজামি সড়কে অবস্থান করছিলো।
গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তাতে তিনটি শক্তিশালী তাজা বোমা পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পিয়ার আলী জানান, আটক ব্যক্তিদের বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা ছিলো। তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।