নিহত রোজিনা হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল আলীর মেয়ে। মহিউদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই রোজিনার সঙ্গে মহিউদ্দিনের বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে রোজিনাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়।
পরে মরদেহ গুম করার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করলে মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ