বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে ওই ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিসি।
এর আগে দুপুরে হরতালের ভিডিও ফুটেজ সংগ্রহে গেলে পুলিশের হাতে লাঞ্ছিত হন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম ও রিপোর্টার ইসান বিন দিদার।
এ সময় দিদার পুলিশকে সাংবাদিক পরিচয় দিলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি।
ক্যামেরাপারসন আব্দুল আলিম বলেন, হাতে ক্যামেরা থাকা সত্ত্বেও অামাকে রাইফেল দিয়ে আঘাত করা হয়। পরে থানার ভেতরে নিয়ে আরো লাঞ্ছিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
পিএম/জেডএস
** হরতালের ফুটেজ সংগ্রহে পুলিশের হাতে লাঞ্ছিত দুই সাংবাদিক