ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিদগ্ধ আল আমিনের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
অগ্নিদগ্ধ আল আমিনের ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল আলুবাজার ছোট মসজিদ এলাকার জুত‍ার কারখানায় অগ্নিদগ্ধ তিন যুবকের মধ্যে আল আমিন নামে এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে আল আমিন (২০), ওসমান (২৫), আব্দুস সামাদ (৩১) নামে তিনজন আগুনে গুরুতর আহত হন।

বর্তমানে ওসমান ও সামাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

**রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ তিন শ্রমিক

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।