ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ছাতকে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার গবিন্দগঞ্জ পয়েন্টে মনজিল আহমদ (৫০) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফল বিক্রেতা মনজিল আহমদ গবিন্দগঞ্জ পয়েন্টে মা বিরিয়ানী হাউসে নাস্তা করতে গেলে পানি পান করা নিয়ে ওই দোকানের কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
পরে তিনি দোকান থেকে বের হয়ে তার ফলের দোকানে যান।

এসময় বিরিয়ানী হাউসের মালিক নিজাম উদ্দিন ও তার কর্মচারী ফলের দোকানে গিয়ে মনজিল আহমদকে রান্না করার লোহার ছেনি দিয়ে পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

 মনজিল আহমদ ছাতক উপজেলা সৈদের গাঁও ইউনিয়নের চাকল পাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিরিয়ানী হাউসের কর্মচারী দিলিওয়ারকে (১৬) আটক করেছে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।