স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফল বিক্রেতা মনজিল আহমদ গবিন্দগঞ্জ পয়েন্টে মা বিরিয়ানী হাউসে নাস্তা করতে গেলে পানি পান করা নিয়ে ওই দোকানের কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
পরে তিনি দোকান থেকে বের হয়ে তার ফলের দোকানে যান।
এসময় বিরিয়ানী হাউসের মালিক নিজাম উদ্দিন ও তার কর্মচারী ফলের দোকানে গিয়ে মনজিল আহমদকে রান্না করার লোহার ছেনি দিয়ে পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
মনজিল আহমদ ছাতক উপজেলা সৈদের গাঁও ইউনিয়নের চাকল পাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিরিয়ানী হাউসের কর্মচারী দিলিওয়ারকে (১৬) আটক করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ