ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ডিজিটাল মেলা শুরু শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জয়পুরহাটে ডিজিটাল মেলা শুরু শুক্রবার

জয়পুরহাট: বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নানা উদ্যোগের অংশ হিসেবে আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) জয়পুরহাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুর রহিম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সাংবাদিক এসএম সোলায়মান আলী প্রমুখ।

মেলায় মোট ৫২টি স্টল স্থান পাচ্ছে। সরকারি আরবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় মেলাটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।