এসময় সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক। এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল ইসলাম খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান প্রমুখ।
এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
মেলায় জেলার চারটি উপজেলার প্রযুক্তি নির্ভর শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজি/এসআই