দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র্যালির বের করা হয়। এতে অংশ নেয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উদযাপনে নেওয়া কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনার জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের সদস্য ড. মাহাবুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আব্দুস ছাত্তার, বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন প্রমুখ।
ইনু বলেন, আমি বেনাপোল এসে জানতে পেরেছি অবকাঠামোগত সমস্যা থাকায় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হবে যেনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এটি