ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রামেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাফ্ফর হোসেন (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুপুরে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদাত হোসেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বাংলানিউজকে বলেন, মোজাফ্ফর হোসেনের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার কাশেমপুরে। তার বিরুদ্ধে বিশেষ নিরাপত্তা ও মাদক আইনে মামলা রয়েছে। দুই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ কারণে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।