ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ২ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
কুষ্টিয়ায় ২ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা কুষ্টিয়ায় ২ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকায় দু’টি ওষুধের দোকানে এ অভিযান চালায় তারা।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে ঝাউদিয়া বাজার এলাকায় ভাই ভাই ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা ও জেসমিন ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিভিল সার্জন প্রতিনিধি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।