ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লিখিত বক্তব্য পাঠ করছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়

রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মহানগরীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার অফিসের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এই উপলক্ষে সকালে মহানগরীর উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনকালে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

পরে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাণী পড়ে শোনান।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সহকারী হাইকমিশনার কার্যালকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।