বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মহানগরীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার অফিসের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এই উপলক্ষে সকালে মহানগরীর উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাণী পড়ে শোনান।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সহকারী হাইকমিশনার কার্যালকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসএস/জিপি/বিএস