ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
‘কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন’ প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক এএফডব্লিউসি, পিএসসি।

তিনি বলেন, আজকের শিক্ষিত তরুণরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনদিনব্যাপী ২৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিসেস আফসানা সাজ্জাদ।

এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. মঈন খান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল হাসান এসইউপি।

পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। বিউগলের বিদায়ী সুরের মাধ্যমে সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।