তিনি বলেন, আজকের শিক্ষিত তরুণরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনদিনব্যাপী ২৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিসেস আফসানা সাজ্জাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. মঈন খান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল হাসান এসইউপি।
পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। বিউগলের বিদায়ী সুরের মাধ্যমে সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই