নার্গিস আঠিয়াতলী গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান চলছিল। এসময় বিদ্যালয়ের ছাদে ওঠে বন্ধুদের নিয়ে ছবি তুলতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ওই ছাত্রী দগ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/