ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচাও বিধাতা: প্রাণরক্ষার মানববন্ধন ঢাকা ও চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বাঁচাও বিধাতা: প্রাণরক্ষার মানববন্ধন ঢাকা ও চট্টগ্রামে কুকুরের চোখে আকুতি। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বিচারে কুকুর নিধন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। মানুষের সেবক হিসেবে পরিচিত এই উপকারী প্রাণির দলকে বিষ খাই মারছে মানুষই। বিষের টোপে এরই মধ্যে প্রাণ গেছে ৫ শতাধিক নিরীহ কুকুরের। ১ মাস বয়সী ১ ডজন কুকুরছানার নামও লেখা হয়ে গেছে সেই মৃত্যুর মিছিলে।

 

 
 

 

কুকুর নিধনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কমিশনার ও কর্মচারীরা যেনো প্রাণ নিধনের মচ্ছবে মেতেছেন। কিন্তু অনাকাঙ্খিত এই মৃত্যুর দায় নিতে রাজি নয় কেউই।

প্রাণিপ্রেমিক জনতা তাই ডাক দিয়েছে মানববন্ধনের। ‘বাঁচাও বিধ‍াতা’ স্লোগানে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে এ মানববন্ধন হবে। পরদিন শনিবার বিকেল ৪টায় একই কর্মসূচি পালন কর‍া হবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

প্রাণী কল্যাণে সর্ব সংগঠন এই মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। তারা বলেছে, এমন নৃশংস গণহত্যা কেউ চায় না। আর কোনো প্রাণের স্পন্দন যেনো স্তব্ধ না হয় সেজন্যই এ প্রতিবাদ।

আপনি প্রাণিপ্রেমী হোন বা না হোন, একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হলেও এই আন্দোলন আপনার নিজের। যে কোনো মূল্যে এই আন্দোলন সফল করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাণী কল্যাণে সর্ব সংগঠনের সমন্বয়ক রাকিবুল হক এমিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বেআইনিভাবে কুকুর হত্যা করা হচ্ছে। কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। তাই প্রাণী হত্যার প্রতিবাদে শুক্রবার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেডএম/
    

 

    
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।