ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফটোসাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাজশাহীতে ফটোসাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ফটোসাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা

রাজশাহী: রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী ফটোসাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে কর্মরত ফটোসাংবাদিকরা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিন দিনের এই প্রশিক্ষণ গ্রহণের পর তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণলদ্ধ দক্ষতা কাজে লাগিয়ে আগামীতে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য রাজশাহীর ফটোসাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পিআইবির আয়োজনে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় গত ২৪ জানুয়ারি এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ মাস্টারশেফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় ৩৫ জন ফটোসাংবাদিক অংশ নেন। কর্মশালার সার্বিক সমন্বয় করেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।