বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রমনা বিভাগের উপ-কমিশনার ডিসি মারুফ হোসেন সরদার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দুই কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া ভিকটিমদের সহায়তায় ও ছবি দেখে এ ঘটনার সঙ্গে জড়িত আরও ১২ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জনুয়ারি ২৬, ২০১৭
পিএম/জিপি/বিএস
** সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জড়িত ১২ পুলিশ শনাক্ত
** সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত এএসআই বরখাস্ত
** হরতালের ফুটেজ সংগ্রহে পুলিশের হাতে লাঞ্ছিত দুই সাংবাদিক