ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কেউ রেহাই পাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কেউ রেহাই পাবে না

জাতীয় সংসদ ভবন থেকে: নতুন পাঠ্য বইয়ে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের কেউ রেহাই পাবে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, পাঠ্য পুস্তকে এই ভুলের বিষয়টি দুই মন্ত্রণালয়ের জন্যই গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নামক একটি প্রতিষ্ঠান আছে।

এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। আমাদের কোন বই দরকার হলে তারা ছাপিয়ে দেন।

তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে। ভুল ভ্রান্তি ও ইচ্ছা ও অনিচ্ছাকৃত ক্রটিগুলোর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যেই কয়েক জনকে শাস্তি দেয়া হয়েছে। তদন্ত সম্পন্ন হলে এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোন ভুলের পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থাও নেয়া হবে।

তিনি বলেন, এবারই প্রথম এই ভুল-ভ্রান্তি বেশির ভাগ সামনে এসেছে। বইয়ের মান নিয়ে কথা আসেনি। ইতিহাস বিকৃতির বিষয়টিও আসেনি। এজন্য বিস্তারিত সব বিষয় নিয়েই তদন্ত কমিটি কাজ করছে। দায়ীরা কেউই রেহাই পাবে না।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।