ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আসামির মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন (৪১) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

দেলোয়ারের বাড়ি পঞ্চগড়  সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী এলাকায়।

তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে পঞ্চগড় সদর থানায় আটটি ও তেঁতুলিয়া মডেল থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ২৩ জানুয়ারি দুপুরে মাগুরমারী এলাকায় ভজনপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় দেলোয়ারের মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তিনি নিজেকে দেলোয়ার ডাকাত পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বাড়ি গিয়ে ধারালো অস্ত্রসহ লোকজন নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালান। এসময় পুলিশ আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষের সময় দেলোয়ার গুলিবিদ্ধ হন। এ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে ধারালো রামদা ও ছুরি উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এদিকে, ২৩ জানুয়ারি ভজনপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদত আলী বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ ১০/১২ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।