ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে স্থানীয় পত্রিকার ২ সম্পাদকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
নোয়াখালীতে স্থানীয় পত্রিকার ২ সম্পাদকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীতে কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় পত্রিকার দুই সম্পাদক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এরা হলেন- নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক কাজী মো. রফিক উল্যাহ ও নোয়াখালীর আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আত্ম-অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা।

জাতীয় নিশান পত্রিকার সম্পাদক কাজী মো. রফিক উল্যাহ বুধবার (২৫ জানুয়ারি) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাইজদী প্রাইম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

গবুয়া উপ-শহরে দুপুর দেড়টায় প্রথম জানাজা এবং মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে দৈনিক আত্ম-অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদী হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সেনবাগ চাঁদপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাদের মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালী প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়কসহ সদস্য একেএম যোবায়ের, সামছুল হাসান মীরণ, মেজবাহ উল হক মিঠু, ফুয়াদ হোসেন সাংবাদিকদের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।