ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে ছুরিকাঘাতে ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাজনগরে ছুরিকাঘাতে ২ নারী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শফিক মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শফিক মিয়ার মেয়েসহ আরো তিন নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শফিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও তার ভাতিজি সায়রা বেগম।

আহতরা হলেন-শফিক মিয়ার মেয়ে সুমি, ভাতিজি তানিয়া বেগম ও বড় ভাবি নেছারুন বেগম। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে ঘরগাঁও এলাকায় আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তার ছুরিকাঘাতে পাঁচ নারী আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে জানান, খবর পেয়ে শফিক মিয়াকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আনসার বাহিনীতে কর্মরত অবস্থায় মানসিক ভারসাম্য হারান শফিক। এজন্য শফিক মিয়াকে চাকরিচ্যুত করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।