ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় প্রতিবন্ধী ছাত্রীকে মারধর, শিক্ষক অবরুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
হাতীবান্ধায় প্রতিবন্ধী ছাত্রীকে মারধর, শিক্ষক অবরুদ্ধ হাতীবান্ধায় প্রতিবন্ধী ছাত্রীকে মারধর, শিক্ষক অবরুদ্ধ-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আশা মনি (১০) নামে এক প্রতিবন্ধী ছাত্রীকে মারধরের ঘটনায় মিজানুর রহমান নামে এক শিক্ষককে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ অভিভাবকরা। পরে শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে রক্ষা পান অবরুদ্ধ শিক্ষক ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মঙ্গলবার চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থী আশা মনিকে মারধর করেন।

এসময় অন্য শিক্ষার্থীকে দিয়েও তাকে মারধর করান তিনি। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুস ছালাম তাকে চিকিৎসা দেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে মিজানুর রহমানকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এসে বিচারের আশ্বাস দিলে অভিভাবকরা চলে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা সুলতানা বাংলানিউজকে জানান, বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি আলোচনা করে বিষয়টি সমাধান করেন।

হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষক ভুল স্বীকার করে অভিভাবকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।