ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
চান্দিনায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের চাপায় সুমী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে প্রান্ত (৬)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মৎস্য খামার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সুইখাগ্রাম এলাকার আলাউদ্দিন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, প্রিজম বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার ম্যানেজার আলাউদ্দিন তার পরিবার নিয়ে দাউদকান্দিতে বসবাস করেন।

সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তিনি নিজ বাড়ি রামগতি যাচ্ছিলেন। পথে মৎস্য খামারের সামনে এলে মোটরসাইকেলের পেছনে থাকা সুমী ও তার ছেলে হঠাৎ পড়ে যান।

এসময় পেছনে থাকা একটি ট্রাক সুমীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুমীর মৃত্যু হয়। আর শিশু সন্তানটি রাস্তার পাশে পড়ায় কোনো রকমে বেঁচে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।