ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অন্বেষা স্কুল চালুর দাবিতে অভিভাবকদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
অন্বেষা স্কুল চালুর দাবিতে অভিভাবকদের স্মারকলিপি

ময়মনসিংহ: ময়মনসিংহে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ ঘোষিত ‘অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ অবিলম্বে চালু করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রায় দেড় শতাধিক অভিভাবক উপস্থিত হয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. খলিলুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. আব্দুল লতিফ প্রমুখ।

স্মারকলিপিতে অভিভাবকরা জানান, অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ শহরের একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এবং বিকল্প অনুরূপ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ শহরে অথবা শহরের কাছাকাছি না থাকায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিয়তার মুখে পড়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রতিষ্ঠানের সব পর্যায়ের সাইনবোর্ডসহ দাফতরিক কাগজপত্রে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর আব্দুল মোনয়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়াসহ ‘ডেডিকেটেড টু দি মেমোরি অফ শহীদ গর্ভনর আবুল মোনেম খান’ এইচ. পিকে (হিলালী অব পাকিস্থান) লেখা ও চাঁদতারা খচিত মনোগ্রাম মুছে ফেলেছেন।

এজন্য স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন এবং সরকারি নির্দেশনা মেনেই স্কুলটি পরিচালনা করবেন বলে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর এক আবেদনে অঙ্গীকার করেছেন।

বিধায় কোমলমতি শিশুসহ আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর ভবিষ্যত চিন্তা করে অবিলম্বে স্কুলটি চালু করার জোর দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ইতিহাস বিকৃতি ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনয়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া ও প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন না থাকায় গত ২২ জানুয়ারি এ স্কুলটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।