ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেলফি তুললেই মিলছে পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সেলফি তুললেই মিলছে পুরস্কার

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটার পাশাপাশি সেলফিবাজিতে মজেছেন ক্রেতারা। মেলায় আগত দর্শনার্থী-ক্রেতারা সেলফি তুলেই জিতে নিচ্ছেন পুরস্কার। আর মেলায় সেলফিবাজদের জন্য এ সুযোগ নিয়ে এসেছে সেবেক হোম অ্যাপ্লাইয়েন্স।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেবেক হোম অ্যাপ্লাইয়েন্সের ৩৩ নম্বর প্যাভিলিয়নটি ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের সেলফি তোলার জন্য ’সেলফি ফ্রেম’ তৈরি করেছে সেবেক। এই ফ্রেমে প্যাভিলিয়নে আগত দর্শনার্থীরা ছবি তুলে সেবেকের ফেসবুক পেজে পোস্ট করে জিতে নিচ্ছেন পুরস্কার।

সেবেক কর্তৃপক্ষ প্রতিদিন সব তিনজনের সেলফি পোস্ট দেখে জয়ী ঘোষণা করছে। এর মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য একটি ফ্রাই প্যান, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য একটি ড্রাই আয়রন এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে একটি সেলফি স্টিক।

সেবেক হোম অ্যাপ্লাইয়েন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, মেলার ১০ম দিন থেকে এই সেলফি পুরস্কারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৫টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। মেলার শেষদিন পর্যন্ত সেলফি তুলে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে।

বাণিজ্য মেলা উপলক্ষে সেবেক হোম অ্যাপ্লাইয়েন্স পণ্যভেদে ৫-৫০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। কোক্রারিজ পণ্যে রয়েছে ৫-১৫ শতাংশ মূল্যছাড়। এছাড়া ক্রেতারা সেবেক থেকে এসি কিনলে পেতে পারেন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
 
সেবেকের মার্কেটিং অফিসার সুব্রত দেবনাথ বাংলানিউজকে তাদের সেলফি পুরস্কার ও পণ্যেভেদে মূল্যছাড় সম্পর্কে বলেন, সেলফি পুরস্কারের আয়োজন আমরা মূলত কোম্পানির প্রচারের জন্য করেছি। এক্ষেত্রে আমরা মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

তিনি বলেন, মেলায় আমরা ক্রেতা আকর্ষণের জন্য মূল্যছাড়ের ঘোষণা করেছি। আমাদের প্যাভিলিয়নে সর্বোচ্চ ৫৮ হাজার টাকা থেকে সর্বনিম্ন ৬০০ টাকায় পণ্য বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিক্রি ভালো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএ/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।