ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে তেলের পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ধামইরহাটে তেলের পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের পূর্ব পাশে অবস্থিত ন্যাশনাল ফিলিং স্টেশনের তেলের ট্যাংকে বিস্ফোরণ হয়ে ৮ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্র্শীরা জানান, ট্যাংক লরি থেকে তেল ফিলিং স্টেশনের ট্যাংকে নামানো হচ্ছিল। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এতে ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আকতার হোসেনের ছেলে মাসুম, কর্মচারী শিবচরণ, বাসের চালক বাবু, বাসের সুপারভাইজার পান্না, শিমুল, সাইফুল, ইসরাফিল ও তওহিদ গুরুতর দগ্ধ হন।

আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।
তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মাসুম, বাবু ও পান্নার অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।