প্রত্যক্ষদর্র্শীরা জানান, ট্যাংক লরি থেকে তেল ফিলিং স্টেশনের ট্যাংকে নামানো হচ্ছিল। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এতে ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আকতার হোসেনের ছেলে মাসুম, কর্মচারী শিবচরণ, বাসের চালক বাবু, বাসের সুপারভাইজার পান্না, শিমুল, সাইফুল, ইসরাফিল ও তওহিদ গুরুতর দগ্ধ হন।
আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।
তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মাসুম, বাবু ও পান্নার অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ