ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সাতক্ষীরায় ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আলামিন হোসেন (১২) ও আব্দুল ওহাব (১৪) দু’দিন ধরে নিখোঁজ রয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্বজনরা।  

নিখোঁজ আলামিন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও আব্দুল ওহাব সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ছিদ্দিকের ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি সকালে আলামিন ও বিকেলে আব্দুল ওহাব মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর দু’দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে থানায় পৃথক ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।