বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্বজনরা।
নিখোঁজ আলামিন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও আব্দুল ওহাব সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ছিদ্দিকের ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি সকালে আলামিন ও বিকেলে আব্দুল ওহাব মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর দু’দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে থানায় পৃথক ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ