বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানকালে মিরপুরের প্রিন্স রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ভাগ্যকূল মিষ্টির কারখানাকে মোট ৯ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রেস্টুরেন্টের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার তৈরিতে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পিএম/ওএইচ