ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বগুড়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল মালেক (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একটি মুরগিবাহী ট্রাক বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি সাইকেল আরোহী আব্দুল মালেককে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমবিএইচ/বিএসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।