বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১২টার পর থেকে অবৈধ অংশ ভাঙা শুরু হয়। এ কাজের তদারকি করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও প্রধান সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএনসিসি’র কর্মকর্তারা জানান, ওই ভবনের সামনের বর্ধিতাংশ ভাঙা হচ্ছে।
ঘটনাস্থল আলোকিত করতে লাইটিংয়ের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন।
৮তলা ভবনটির নিচতলায় বাটার শো’রুম এবং দ্বিতীয় তলায় স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের শাখা রয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএ/এএসআর
* গুলশানে শেজাদ প্যালেস মার্কেটের অবৈধ অংশ ভাঙার প্রস্তুতি